বর্ণমালা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণে তার দেশ পরিকল্পনা পরিবর্তন করবে না। ইউক্রেনের সাম্প্রতিক সাফল্য বিষয়ে এটাই তার প্রথম প্রকাশ্য মন্তব্য। এক অসাধারণ সাফল্যে ইউক্রেনীয় বাহিনী বলেছে, তারা পূর্ব খারকিভ অঞ্চলে ছয় দিনে ৮ হাজার বর্গ কিমি ভূখণ্ড রুশ বাহিনীর কাছ থেকে পুনর্দখল করেছে। তবে পুতিন বলেন, তার কোনো তাড়া নেই। আর পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার অভিযান সঠিক পথেই রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া এখনও তার পূর্ণ বাহিনী মোতায়েন করেনি।
মধ্য এশিয়ার উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনের পর পুতিন বলেন, ‘দনবাসে আমাদের আক্রমণাত্মক অভিযান বন্ধ হচ্ছে না। তা এগিয়ে যাচ্ছে; যদিও খুব দ্রুত গতিতে নয়। কিন্তু রুশ বাহিনী ধীরে ধীরে আরো এলাকা দখল করে নিচ্ছে।’ পূর্ব ইউক্রেনের শিল্প এলাকা দনবাস রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দু। পুতিন দাবি করেছেন, সেখানকার রুশভাষীদের গণহত্যা থেকে বাঁচানোর জন্যই এ সামরিক অভিযানের প্রয়োজন ছিল। শুক্রবারের মন্তব্যে পুতিন আরো উল্লেখ করেছেন, রাশিয়ার সেনাবাহিনীর একটি অংশই কেবল ইউক্রেনে যুদ্ধ করছে। তিনি বলেন, ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে ‘আরো গুরুতর’ জবাব দেওয়া হবে। সূত্র: বিবিসি
Publisher & Editor