বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৩

প্রকাশিত: ২২:৫০, ০৯ জানুয়ারি ২০২৫ | ১৭

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। 

জেলেনস্কি লিখেছেন, সাধারণ নাগরিকদের ক্ষতি হবে জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না। টেলিগ্রামে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় শহরটির বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor