বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন

প্রকাশিত: ২৩:০৮, ০৯ জানুয়ারি ২০২৫ | ১৯

বর্তমান সময়ে ছোট পর্দায় নিলয় আলমগীরের প্রভাব বেশি। একটার পর একটা নাটক ভাইরাল, ট্রেন্ডিংয়েও থাকে। তাঁর ক্যারিয়ারও অনেক দিনের। একদশক তাঁর নাটক এবং বিজ্ঞাপন উপভোগ করে আসছেন ভক্ত-অনুরাগীরা। নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয়। কাজের মাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত এই অভিনেতা। তবে হঠাৎ করেই ক্ষেপেছেন নিলয় আলমগীর। নিজের ক্ষোভ উগরে দিলেন সামাজিক মাধ্যমে।

জানা গেছে, যখন ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন অভিনেতা, তখনই নাকি তাঁকে নাটক ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে একজন ভক্ত। অদ্ভুত প্রস্তাব শুনে আর নিজেকে ধরে রাখতে পারেননি তারকা অভিনেতা। তাঁকে দিলেন পাল্টা জবাব। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে সেই ভক্তের উদ্দেশে একটি পোস্টও করেছেন। অভিনেতা লিখেছেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।’

এর এক দিন আগেই সামাজিক মাধ্যমে পরিবারকে নিয়ে একটি ছবি পোস্ট করেন নিলয়। সঙ্গে মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি এবং স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি।
২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এই অভিনেতা। এরপরই টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয় আলমগীর।

সর্বশেষ তাঁর অভিনীত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। যেটি মুক্তি পায় ২০১৪ সালে। যদিও এরপর বড় পর্দায় তাঁর দেখা মেলেনি আর। ছোট পর্দাতেই নিয়মিত নাটক করে যাচ্ছেন এ অভিনেতা। বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

Mahfuzur Rahman

Publisher & Editor