বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

টেক্সাসে ট্যাংকার ট্রাকের ভেতর থেকে ১৮ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ২২:৪৭, ১০ জানুয়ারি ২০২৫ | ২১

যুক্তরাষ্ট্রে একটি ট্যাংকার ট্রাকের ভেতর থেকে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। টেক্সাস থেকে প্রায় ২৭০ মাইল উত্তরের গুয়াদালুপ কাউন্টির একটি মহাসড়কের র‍্যাম্পে স্থানীয় সময় বুধবার বিকেলে ট্রাকটি থামিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গুয়াদালুপ কাউন্টি শেরিফ জানান, ট্রাকের ট্যাংকারের ভেতর এই ১৮ জন অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছিল। ওই দিন বিকেলে গুয়াদালুপ কাউন্টির সান আন্তোনিওর উত্তর-পূর্বে সেগুইন শহরের কাছে একটি মহাসড়কের র‍্যাম্পে ট্রাকটি থামানো হয়। 

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) -এর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে ট্যাংকারের ভেতর ১৮ জন অবৈধ অভিবাসীকে লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের সবাইকে সেখান থেকে বের করা হয়।

এইচএসআই কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সবাই প্রাপ্তবয়স্ক। তারা ইকুয়েডর, এল সালভাদর, মেক্সিকো, হন্ডুরাস ও গুয়াতেমালার নাগরিক। জানা গেছে, অভিবাসীদের কারও কোনো শারীরিক আঘাত ছিল না। তাদের খাবার ও পানি দেওয়া হয়। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্ত চলছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor