বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

একসাথে এক হাজার ড্রোন বহন করা যাবে যে যুদ্ধজাহাজে

প্রকাশিত: ২৩:০৮, ১২ জানুয়ারি ২০২৫ | ১০

ইরানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, আগামী দিনে তাদের বাহিনী একটি নতুন যুদ্ধ জাহাজ নিয়ে আসবে। একসাথে ১,০০০টি কৌশলগত ড্রোনও রাখা যাবে যে জাহাজে।

ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, ডেস্ট্রয়ারটি নৌবাহিনীতে যোগদান করবে এবং ড্রোনগুলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, "এই ড্রোনগুলির মধ্যে রয়েছে গোপনীয়তা, দীর্ঘ পাল্লা, নির্ভুলতা এবং উচ্চ ধ্বংসাত্মক শক্তি। যা আগামী দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে যুক্ত করা হবে।" 

নতুন ডেস্ট্রয়ার সম্পর্কে তিনি বলেন, "এই সংযোজন নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।"

সায়ারি আরও বলেন, অদূর ভবিষ্যতে ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিট যুক্ত করা হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor