বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে শাহ নেওয়াজ গ্রুপের দোয়া মাহফিল

প্রকাশিত: ২৩:৩২, ২০ জানুয়ারি ২০২৫ |

নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে জ্যাকসন হাইটস্থ গোল্ডেন এজ হোম কেয়ার অফিসে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ১৩ জানুয়ারী সোমবার অপরাহ্নে আয়োজিত এই অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার, জেবিবিএ’র সাবেক সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে শাহ নেওয়াজ গ্রুপের অন্যতম কর্ণধার ও প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শো টাইম মিউজিক-এর প্রেসিডেন্ট আলমগীর খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শাহ নেওয়াজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor