যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ। এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ২১ জানুয়ারি জরুরী কাজে দেশের বাইরে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী শামীম আহমেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভাপতি বদরুল খান-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এর নের্তৃত্বাধীন সংগঠনটির প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, সভাপতি ফিরে আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ এ দায়িত্ব পালন করবেন। এদিকে শামীম আহমদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তা পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Publisher & Editor