বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ছোট বোনের গানচিত্রে নির্মাতা হলেন শাবনূর

প্রকাশিত: ০০:০৭, ২২ জানুয়ারি ২০২৫ |

সম্প্রতি চিত্রনায়িকা শাবনূরের ছোট বোন ঝুমুরের কণ্ঠে একটি নতুন গান প্রকাশিত হলো। ‘সুখ তুমি নিয়ো, দুখ আমায় দিয়ো’ গানটির ভিডিও বানিয়েছেন বড় বোন শাবনূর। ঝুমুরের জন্মদিন উপলক্ষ্যে গানটি ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে ঝুমুর বলেন, ‘শাবনূরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয়। গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ করা হলো। আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিংয়ের দিনের কথা।’

শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার ছোট বোন পরিবার নিয়ে সেখানেই থাকেন। বিভিন্ন পারিবারিক আয়োজনে গান গেয়ে থাকেন ঝুমুর। ২০০৫ সালে এফডিসিতে অনেক বড় পরিসরে ঝুমুরের গানের এই ভিডিও বানান শাবনূর। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেলও হন ঝুমুর। গানটির সংগীত পরিচালনায় ছিলেন জে কে মজলিশ।

গানটি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘এই গানের কথা আমার প্রায়ই মনে পড়ে। অভিনয় করতে করতে একসময় নিজেরও ইচ্ছা হয়েছে ডিরেকশন দিতে। আমার সেই শখটা পূরণ করে দিল ঝুমুর।’

২০০৫ সালে শাবনূরের উৎসাহেই ঝুমুরের গানে অভিষেক হয়েছিল। একই বছরে সাতটি বাংলা সিনেমায় গান গেয়েছিলেন ঝুমুর। এরপর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান। নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ফিরছেন শাবনূর। একই সঙ্গে ইউটিউবের মাধ্যমে আবার গান নিয়ে শ্রোতাদের কাছে

Mahfuzur Rahman

Publisher & Editor