বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

জাস্টিস ক্যাসান্ড্রা জনসন কে নির্বাচিত করতে পেরে আমি গর্বিত - এটর্নি মঈন চৌধুরী

প্রকাশিত: ১৯:৩৮, ২২ জানুয়ারি ২০২৫ | ১২

কুইন্স কাউন্ট্রি সারোগেট কোর্টের প্রথম নারী জাস্টিস হিসেবে শপথ নিলেন কৃষ্ণাঙ্গ আমেরিকান ক্যাসান্ড্রা জনসন। গত ১৭ জানুয়ারি শুক্রবার সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় ল স্কুলের অডিটোরিয়ামে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহন সম্পূর্ণ হয়্অ।  অনুষ্ঠানের মাস্টার অব সিরিমনি ড. স্ট্যাসি এনজি গ্রান্ট এর সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয় ।


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস, কংগ্রেস উমেন গ্রেস মেং, কুইন্ন বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, সিনেটর লি রয় কমরি, অ্যাসেম্বলিওম্যান ভিভিয়ান ই, কুক।


আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এটর্নি মঈন চৌধুরী। প্রধান প্রশাসনিক বিচারক জোসেফ এ. জায়াস শপথ বাক্য পাঠ করানোর সময়ে উপস্থিত ছিলেন কুইন্স কাউন্ট্রি ক্যাথলিক আইনজীবী গিল্ড পিটার জে কেলি।


নব নির্বাচিত জাস্টিস ক্যাসান্ড্রা জনসন দর্শক সারিতে উপস্থিত থাকা ২৫ জন বিচারক, নির্বাচিত প্রতিনিধি, ডেমক্রেটিভ পার্টির ডিস্ট্রিক লিডার, সম্মানিত অতিথি, কমিউনিটি ব্যাক্তিত্ব ও সকল দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করে এই গুরু দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানের বিশেষ অতিথি এটর্নি মঈন চৌধুরী জাস্টিস ক্যাসান্ড্রা জনসনের দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রচারণায়ে সংক্রিয় ভাবে অংশগ্রহন করেন। মঈন চৌধুরী তার বক্ব্য বলেন, জাস্টিস ক্যাসান্ড্রা জনসন কে নির্বাচিত করতে পেরে আমি গর্বিত।  ইমিগ্রেন্ট কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন এর জন্য জাস্টিস ক্যাসান্ড্রা জনসনকে ধন্যবাদ জানান তিনি। ওয়ার্ল্ড বরো পরিচিত কুইন কাউন্ট্রিতে ইমিগ্রেন্ট বান্ধব জাস্টিস পেয়ে সবাই আনন্দিত।  এটর্নি মঈন চৌধুরী কমিউনিটির সকল স্তরের প্রবাসীদের জাস্টিস ক্যাসান্ড্রার নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করার জন্য তাদের ধন্যবাদ সজ্ঞাপন করেন ।

Mahfuzur Rahman

Publisher & Editor