বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

বিয়ে করছেন অভিনেত্রী কুবরা খান

প্রকাশিত: ০৬:২৫, ২৩ জানুয়ারি ২০২৫ |

ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান। ফেব্রুয়ারিতে বিয়ে করছেন তিনি। খবর জিও নিউজের

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান।

কুবরা খান বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’

পাত্র অভিনেতা গহর রশিদ। কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তাঁর আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি।

৩১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম পাঞ্জাবের মুলতানে।

Mahfuzur Rahman

Publisher & Editor