বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন

প্রকাশিত: ০৬:৩২, ২৩ জানুয়ারি ২০২৫ |

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজকে তার ১৫ বছর পূর্ণ হলো। ক্যারিয়ারের সোনালী সময়ে দাঁড়িয়ে স্মরণ করলেন বিশেষ সেই দিনটি। নিজের ফেসবুকে শেয়ার করলেন জীবন পাল্টানো তার সেই বিশেষ মুহূর্তটিকে। 

ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন, তাহসিন ও নাজিয়া হক অর্ষা। বিজয়ী ঘোষণার আগমুহূর্তে উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন একে একে তাদের অনুভূতি জানতে চান। মেহজাবীন জানান, তিনি নার্ভাস। কিছুক্ষণ পর সেরা সুন্দরীর ঘোষণায় নিজের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি। বাকি দুই প্রতিযোগী ও উপস্থাপিকাকে জড়িয়ে ধরেন উৎফুল্ল মেহজাবীন। ভিডিওটি সাথে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। তাতে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ঠিক ১৫ বছর আগে আজকের এই দিনে আমার জীবন একেবারেই পাল্টে গিয়েছিল।

অভিনেত্রীর ভক্তরা পোস্টের মন্তব্যের তাকে ভালোবাসায় সিক্ত করছেন। জানাচ্ছেন সামনের পথের জন্য শুভাকামনাও। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি।  খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।  

Mahfuzur Rahman

Publisher & Editor