বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

যে জিনিসগুলো অন্যকে ব্যবহার করতে দেবেন না

প্রকাশিত: ০৬:৫২, ২৩ জানুয়ারি ২০২৫ |

আমরা সবসময়ই শেয়ারিং ইজ কেয়ারিং কথাটা শুনে আসছি। মেকআপ এবং স্কিনকেয়ার প্রোডাক্ট শেয়ার করার ক্ষেত্রেও কি তাই? বিশেষ করে নারীরা ড্রেসিং রুমে তৈরি হওয়ার সময় তাদের মেকআপ ব্রাশ, লিপস্টিক, মাসকারা এবং আরও অনেক জিনিস শেয়ার করে থাকেন। মেকআপ শেয়ার করাকে না বলাটা অভদ্র শোনাতে পারে, কিন্তু সেগুলো শেয়ারের ফলে মুখের এমন গুরুতর সমস্যা দেখা দিতে পারে যা ক্ষতিকারক।

ঠিক যেমন দোকানে রাখা মেকআপ টেস্টার ব্যবহার করা উচিত নয়, তেমনি আপনার এমন কিছু মেকআপ প্রোডাক্ট এবং স্কিনকেয়ার শেয়ার করা উচিত নয় যা বিপদ ডেকে আনতে পারে। আসুন জেনে নিই কিছু জিনিস সম্পর্কে যেগুলো অন্যকে ব্যবহার করতে দিলে তা ক্ষতির কারণ হতে পারে-

১. মেকআপ ব্রাশ

মেকআপ ব্রাশগুলো জমে থাকা ব্যাকটেরিয়ার তৈরির আদর্শ স্থান, এগুলো কেবল নিজে ব্যবহারের জন্য ঠিক আছে তবে মাঝে মাঝেই পরিষ্কার করা উচিত। ক্রমাগত ব্যবহারের ফলে জীবাণু তৈরি হতে পারে এবং আরও খারাপ ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এগুলো ত্বক থেকে তেল এবং ডেড স্কিন তুলে নিতে পারে। এখন, এটি কাউকে ব্যবহার করতে দিলে তার ত্বকেও সেগুলো পৌঁছাতে পারে। এরপর আবার আপনি সেই ব্রাশ ব্যবহার করলে আপনার ত্বকেও তার ত্বকের ক্ষতিকর জীবাণু চলে আসতে পারে।

২. লিপস্টিক এবং বাম

আপনি যদি লিপস্টিক বা স্টিক লিপ বাম ব্যবহার করেন তবে তা শেয়ার বন্ধ করুন কারণ এর মাধ্যমে একজনের থেকে আরেকজনের ঠোঁটে জীবাণু ছড়িয়ে পড়ে। এমনকি ঠোঁট চাটলেও লালার চিহ্ন থেকে যায় যা আপনার লিপস্টিকের ডগা স্পর্শ করে এবং এর ফলে ঘা বা অন্যান্য স্বাস্থ্যকর ত্বকের সমস্যা হতে পারে।

৩. চিরুনি

আমরা সবাই অন্যের কাছে চিরুনি এবং হেয়ারব্রাশ চেয়ে থাকি, বাড়িতে এবং বাইরে অনেকবার এগুলো ব্যবহার করেছি। তবে আমাদের কোনো ধারণা নেই যে একটি চিরুনি বা হেয়ারব্রাশ থেকে অতিরিক্ত তেল এবং খুশকির সমস্যা মাথা থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে দেয়, যা খুশকি এবং চুলকানির সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকী চুলে উঁকুনও দেখা দিতে পারে যা আপনার মাথার ত্বকের ক্ষতি করবে এবং চুলকানি ও জ্বালা সৃষ্টি করবে।

৪. মাস্কারা

অন্যান্য চোখের মেকআপ পণ্যের পাশাপাশি, মাস্কারা কখনো শেয়ার করা উচিত নয়। মাস্কারা সাধারণত চোখের মেকআপ ব্রাশ এবং এটি থেকে চোখের সংক্রমণ হতে পারে। আমাদের চোখ আমাদের মুখের একটি অত্যন্ত সংবেদনশীল অংশ এবং তাই আইশ্যাডো বা আইলাইনার ব্যবহার করলেও চোখের সংক্রমণ বা লালচেভাব দেখা দিতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor