শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদকে নির্যাতনের প্রতিবাদে নিউজার্সীতে প্রবাকস এর বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ জানুয়ারি ২০২৫ | ২৩

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে নিউজার্সীতে প্রবাসী বাঙ্গালী কল‍্যাণ সমিতি (প্রবাকস) এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ শে জানুয়ারি। গত ৮ ই জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন করা হয় তার ই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানানো হয় ।

সংগঠনের সাধারণ সম্পাদক ও হেলডন নিউজার্সীর কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেটারসন সিটির কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্ক এর বোর্ড অব এডুকেশন কমিশনার জাবেদ খান, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সী এর সভাপতি হোসেন পাঠান বাচ্চু, সুনামগঞ্জ সমিতির সভাপতি ও প্রবাকস এর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, প্রবাকস এর সহ সভাপতি আলমগীর হোসেন গজনবী, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সির সেক্রেটারি ও প্রবাকস এর কার্য‍্যকরী সদস্য আনোয়ার চৌধুরী পারেক, সাহাব উদ্দিন, কমিউনিটি ব‍্যক্তিত্ব সুজন আহম্মদ সাজু, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত দে বাবলু, আব্দুল হামিদ, জামাল চৌধুরী, আফতাব উদ্দিন, আবু তাহের প্রমুখ।

Mahfuzur Rahman

Publisher & Editor