শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রং মেখেছি নীল

প্রকাশিত: ০০:১৬, ৩০ জানুয়ারি ২০২৫ | ৩০

আকাশটাকে বলছি ডেকে

একটু করে আসবি নেমে?

কী করে তোর আঁকছি ছবি

দেখবি আমি যাচ্ছি ঘেমে।
 

ছোট্ট আমি আঁকতে তোকে

চুপিসারে মায়ের থেকে

মনের ভেতর মায়েরই ভয়

মা যদি তাই বসেন ডেকে?
 

নিয়েছি রং মেখেছি নীল

মেঘের নিচে উড়েছে চিল
 

দেখাতে চাই আকাশ তোকে

লিখতে বসি এক অন্ত্যমিল

কেমন হলো বলবি দেখে

তুইতো তাল আমিটা তিল।
 

প্রথম আঁকা আকুলভরা

লেখাটা এই পদ্য ছড়া
 

সাগর জলে নাচছি আমি

খুশির জোয়ার আপন মনে

আকাশ তোকে দেখাতে চাই

জলদি করে সংগোপনে।

Mahfuzur Rahman

Publisher & Editor