রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর

প্রকাশিত: ২৩:৪১, ৩১ জানুয়ারি ২০২৫ | ৭৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরাল এবং যুতসই জবাব দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে।

বিবিসি জানিয়েছে, অটোয়ার কর্মকর্তারা কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।  

তবে বক্তব্য দেওয়ার সময় কানাডার নাগরিকদেরকে সতর্ক করেছেন ট্রুডো। তিনি বলেছেন, সামনে কঠিন সময় আসতে পারে। কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে ট্রুডো বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহূর্তে রয়েছে।

ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। তবে এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আপাতত অন্তর্ভুক্ত হবে না। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কানাডার তেলে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

Mahfuzur Rahman

Publisher & Editor