বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ন্সে আর লামারের রাত

প্রকাশিত: ০০:৫৩, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ |

১১টি মনোনয়ন পেয়ে গ্র্যামি মনোনয়নে এবার আগেই রেকর্ড গড়েছিলেন বিয়ন্সে। বাংলাদেশ সময় গতকাল সকালে অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামির আসরে বহুল কাঙ্ক্ষিত পুরস্কার জিতেছেন গায়িকা। আলো ছড়িয়েছেন তরুণ র‍্যাপার কেনড্রিক লামারও। গ্র্যামির গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে লিখেছেন লতিফুল হক

‘র‍্যাপের চেয়ে শক্তিশালী কিছু নেই’
সাত ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন এবার কেনড্রিক লামার। তবে এই র‍্যাপার যে সবচেয়ে বেশি পুরস্কার জিতবেন, কে ভেবেছিল! শেষ পর্যন্ত রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট র‍্যাপ সংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগসহ পাঁচটি পুরস্কার জিতেছেন ৩৭ বছর বয়সী গায়ক। সব মিলিয়ে তাঁর গ্র্যামির সংখ্যা এখন ২২।

ক্যালিফোর্নিয়ায় বড় হয়েছেন লামার, গত জানুয়ারি মাসে দাবানলে পুড়েছে এই অঞ্চল। এবারের পুরস্কার তাই প্রিয় শহরকেই উৎসর্গ করেন তিনি। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘র‍্যাপের চেয়ে শক্তিশালী কিছু নেই, আমরাই সংস্কৃতি।’ তাঁর হিট গান ‘নট লাইক আস’ দিয়ে গ্র্যামিতে কীর্তি গড়লেন লামার। কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে লামারের ঝামেলা অনেক পুরোনো। গানটিতে সুরে সুরে ড্রেকের দিকে রীতিমতো কামান দেগেছেন তিনি।

তারুণ্যের জয়
গত বছরের আলোচিত দুই গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোন; দুজনই মনোনীত হয়েছিলেন বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে। শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন রোন। পুরস্কার গ্রহণ করে রেকর্ডিং কোম্পানিগুলোর কড়া সমালোচনা করেন। জানান, মহামারির সময় রেকর্ডিং কোম্পানি তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে; এরপর নিজের চেষ্টায় উঠে আসা সহজ ছিল না। ভালো সম্মানী দিতে ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দিতে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

গত বছর তরুণেরা বুঁদ ছিলেন সাবরিনার ‘এসপ্রেসো’ গানে। এ গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটা ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে সাবরিনার হাতে।

তরুণদের আরেক প্রিয় শিল্পী দোচি। ২৬ বছর বয়সী এই মার্কিন র‍্যাপার জিতেছেন বেস্ট র‍্যাপ অ্যালবামের পুরস্কার, এই পুরস্কার জেতা তৃতীয় গায়িকা তিনি। দোচির হাতে পুরস্কার তুলে দেন আরেক জনপ্রিয় র‍্যাপার কার্ডি বি। সিক্ত নয়নে গায়িকা কৃষ্ণাঙ্গ নারীদের উদ্দেশে বলেন, ‘সবকিছুই সম্ভব।’

গত বছরের আরেক আলোচিত শিল্পী চার্লি এক্সসিএক্স। সাত মনোনয়ন পাওয়া এই ব্রিটিশ গায়িকা জিতেছেন তিন পুরস্কার, তবে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে পুরস্কার পাননি। টেলর সুইফট ও বিলি আইলিশ খালি হাতে ফিরেছেন, এটা ভেবে সান্ত্বনা পেতে পারেন চার্লি।

যত ঘটনা
এবারের গ্র্যামিতে বড় চমক বিটলসের ফেরা! ২০২৩-এ এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। এ গানের জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্যান্ডটি। পুরস্কার জিতেছেন প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও। গত বছরের ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি বেঁচে ছিলেন ১০০ বছর। মৃত্যুর পর গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন তিনি। অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি জিতেছেন জিমি কার্টার। নিজের কণ্ঠে নিজের জীবনকাহিনি বর্ণনা করেছিলেন জিমি কার্টার। সেই রেকর্ড ‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’-এর জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। জিমি কার্টারের হয়ে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর নাতি জেসন কার্টার।

মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। গ্র্যামির লালগালিচায় কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন র‍্যাপার। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর কোট খুলে ফেলেন বিয়াঙ্কা, এরপরই সবাই ধাক্কা খান। কোটের নিচে বিয়াঙ্কা পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এত স্বচ্ছ যে তাঁকে মনে হচ্ছিল পুরোদস্তুর নির্বসনা। মূল অনুষ্ঠানে এই দম্পতিকে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।

গ্র্যামিতে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচনা হয়েছে। বেস্ট লাতিন পপ অ্যালবামের পুরস্কার পেয়ে শাকিরা সেটা সব অভিবাসী ভাই ও বোনকে উৎসর্গ করেন। ‘আমি সব সময়ই আপনাদের সঙ্গে যুদ্ধ করে যাব,’ বলেন কলম্বিয়ার গায়িকা।
অস্কারের ‘চড়–কাণ্ডের’ পর গ্র্যামিতে হাজির হয়েছিলেন গায়ক ও অভিনেতা উইল স্মিথ। তবে এবার অবশ্য কোনো বিতর্কে জড়াননি তিনি।

গানে গানে দাবানলের স্মৃতি
গত মাসে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উৎসর্গ করে গ্র্যামিতে ছিল ছয় শিল্পীর বিশেষ পরিবেশনা ‘আই লাভ এলএ’। লেডি গাগা ও ব্রুনো মার্সের গানও দর্শকদের মন ছুঁয়ে যায়। গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা। এ ছাড়া গানে গানে মঞ্চে ঝড় তোলেন শাকিরা। ছিল বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, দ্য উইকেন্ডসহ এই সময়ের তারকা শিল্পীদের পারফরম্যান্স। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।

Mahfuzur Rahman

Publisher & Editor