বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ভবিষ্যৎ নিয়ে ভাবতে রোহিত শর্মাকে সময় বেঁধে দিয়েছে বিসিসিআই

প্রকাশিত: ০৫:১৭, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ |

ভারত–ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে কাল। চ্যাম্পিয়নস ট্রফির আগে দুই দলের জন্যই প্রস্তুতির উপলক্ষ সিরিজটি। সেই সিরিজের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি বার্তা পেয়েছেন বিসিসিআই থেকে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩৭ বছর বয়সী রোহিতকে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি যেন নিজের  ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ চ্যাম্পিয়নস ট্রফির পরই জানিয়ে দেন। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।

গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন রোহিত। বাকি দুই সংস্করণের মধ্যে রোহিতের টেস্ট ভবিষ্যৎও শঙ্কার মুখে। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেন ৩১ রান। তখন থেকেই টেস্টে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে চায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি টেস্ট দলেও পালাবদলের প্রক্রিয়া শুরু করা হবে। এ জন্য দুই সংস্করণেই স্থায়ী অধিনায়ক ঠিক করার কথা ভাবা হচ্ছে। এই পরিকল্পনায় বিরাট কোহলি বিবেচনায় থাকলেও টেস্টে তাঁর ফর্ম ফিরে পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে চায় বিসিসিআই। ওয়ানডেতে কোহলির ফর্ম নিয়ে ভাবনা নেই বোর্ডের।

আগামী এপ্রিলে আটত্রিশে পা রাখবেন রোহিত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪০ বছর। গত চার মাসে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যায়নি রোহিতের। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনিতে শেষ টেস্টে খেলেননি বাজে ফর্মের জন্য। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণেও খুব বেশি ম্যাচ খেলেননি রোহিত।

রোহিতের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে এ নিয়ে বলেছেন, ‘দল নির্বাচনের সর্বশেষ বৈঠকে নির্বাচকেরা এবং বোর্ড সংশ্লিষ্টরা রোহিতের সঙ্গে এই আলোচনা করেছেন। তাকে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি কীভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সেই সিদ্ধান্ত নিতে হবে। আগামী ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট পরিকল্পনা আছে। মসৃণ পালাবদলের জন্য সবাইকে একই ছায়াতলে রাখতে চান তারা।’

মার্চে শুরু হয়ে মে মাসে শেষ হতে যাওয়া আইপিএলের পর পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। নির্বাচকেরা অধিনায়কের সঙ্গে ওপেনিং জুটিতেও স্থায়িত্ব আনতে চান। এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে শুবমান গিলকে ভারতের সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞতা বিচারে অধিনায়কত্বের আছেন হার্দিক পান্ডিয়াও।

টেস্টে অধিনায়কত্বের জন্য যশপ্রীত বুমরা অনেকের পছন্দ হলেও তাঁর ফিটনেস এই ভাবনায় বড় প্রশ্ন তৈরি করেছে। এ কারণে টেস্ট অধিনায়কত্বে রোহিতের উত্তরসূরি সহসাই বেছে নিতে পারছে না বিসিসিআই। দলকে সামনে এগিয়ে যেতে পারবেন, এমন কোনো তরুণকে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টাইমস অব ইন্ডিয়াকে সূত্রটি আরও বলেছেন, ‘বুমরার একটি দীর্ঘ টেস্ট সিরিজ শেষ করা কিংবা একটা মৌসুম পুরোপুরি শেষ করা নিয়ে সব সময়ই সন্দেহ থাকে। নির্বাচকেরা আরও স্থিতিশীল কাউকে চান। গিলকে অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু টেস্টে ফিরে সে গড়পড়তা ভালো করেছে। ঋষভ পন্ত ভালো পছন্দ হতে পারেন কিংবা যশস্বী জয়সোয়ালকেও গড়ে নেওয়া হতে পারে।’

Mahfuzur Rahman

Publisher & Editor