বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসার গানে জেনি

প্রকাশিত: ০৫:২১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ |

কফিনে শেষ শয্যায় শুয়ে আছেন জেনি। সমাধিক্ষেত্রে তাঁকে ঘিরে জটলা। জেনিকে নিয়ে স্মৃতিচারণ করছেন প্রেমিক চার্লস মেল্টন। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘লাভ হ্যাংওভার’ গানের দৃশ্যে এভাবেই জুটি বেঁধেছেন জেনি ও মেল্টন। গানটি প্রকাশের পর রীতিমতো আলোচনার ঝড়। কে পপ গানের শ্রোতাদের ছাপিয়ে অন্য শ্রোতাদের মধ্যেও ইংরেজি গানটি ছড়িয়ে পড়েছে।

গানের র‍্যাপ অংশে গলা মিলিয়েছেন মার্কিন গায়ক ডমিনিক ফাইক। গানের সুরে, কথায় প্রেম আর বিরহ ছড়িয়েছেন তাঁরা।
এই সপ্তাহে আসা গান নিয়ে একটা ভোট নিয়েছে বিলবোর্ড। সর্বোচ্চ প্রায় ৬৯ শতাংশ ভোট পেয়েছে ‘লাভ হ্যাংওভার’। দ্বিতীয় অবস্থানে থাকা দ্য উইকেন্ডের ‘হারি আপ টুমরো’ পেয়েছে ১৫ শতাংশ ভোট।

আগামী ৭ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা জেনির প্রথম একক অ্যালবাম রুবি–এর গান এটি। অ্যালবামের আরেক গান ‘মন্ত্র’ বিলবোর্ডের একাধিক তালিকার প্রথম পাঁচের মধ্যে ছিল।

সম্প্রতি বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালবামটি নিয়ে জেনি জানান, ২০২৪ সালের শুরুর দিকে অ্যালবামটির কাজ শুরু করেছিলেন। অ্যালবামে ডুয়া লিপাসহ আরও অনেকে অতিথি হিসেবে থাকছেন। অ্যালবামের মুক্তি উপলক্ষ্যে মার্চে লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে ‘দ্য রুবি এক্সপেরিয়েন্স’ শো করবেন জেনি।

জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি। ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে।
মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও  তাঁর অভিষেক ঘটেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor