শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

টয়লেটের সিটের চেয়েও ক্ষতিকর জীবাণু থাকতে পারে আপনার যে পোশাকে

প্রকাশিত: ০০:২৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯

টয়লেটের সিটের চেয়ে ২০ গুণ বেশি জীবাণু থাকতে পারে আপনার কোনো একটি পোশাকে! কী সেই পোশাক?

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক একটি ম্যাট্রেস কোম্পানি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, টয়লেটের সিটের চেয়ে ২০ গুণ বেশি জীবাণু থাকতে পারে একটি বিশেষ পোশাকে, যদি তা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া, ছত্রাকসহ আরও আণুবীক্ষণিক জীবের সন্ধান মিলেছে এই ব্যবহৃত পোশাকে। নিশ্চয়ই ভাবছেন, কোন সে পোশাক, যা সারা দিন ব্যবহারে এতটাই নোংরা হয়?

পায়ের সুরক্ষায় যে পোশাক পরে থাকা হয়, সেই মোজা জোড়ার কথাই বলা হয়েছে এ গবেষণায়। ১ হাজার ১৩০ জনকে নিয়ে হয়েছে এই গবেষণা। দেখা গেছে, যাঁরা রাতে মোজা পরে ঘুমান, তাঁদের মাত্র ৩০ শতাংশ ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার এক জোড়া মোজা পরার বিষয়টিকে গুরুত্ব দেন। অর্থাৎ বাকি ৭০ শতাংশ মানুষই এ ব্যাপারে সচেতন নন। তার মানে, সারা দিন পরে থাকা মোজা জোড়া ঘুমানোর সময় সঙ্গী হলে তাঁদের আপত্তি নেই।

অথচ সকাল থেকে রাত পর্যন্ত পরে থাকা আট জোড়া মোজা নিয়ে পরীক্ষা করে ক্ষতিকর আণুবীক্ষণিক জীবের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়েছেন গবেষকেরা। সেসবের মধ্যে দুই জোড়া মোজায় আবার মলের জীবাণুও পাওয়া গেছে!

হয়তো ভাবছেন, ওই দুই জোড়া মোজা যাঁদের, তাঁরা সেসব পরে বাথরুমে গিয়েছিলেন বলে এমনটা হয়েছে। কিন্তু গবেষণা দলটির ধারণা, বাথরুম থেকে নয়; বরং তেলাপোকার মল থেকে এসেছে এই জীবাণু। তার মানে, আপনার বাড়িতে যদি তেলাপোকা থাকে, আর আপনি মোজা পায়ে ঘরে হাঁটেন, তাহলে আপনার মোজাতেও পাওয়া যেতে পারে এই জীবাণু। আর সেই মোজা পায়ে বিছানায় উঠলে এই মলের জীবাণুও আপনার বিছানা পর্যন্ত পৌঁছে যাবে অনায়াসে।

বুঝতেই পারছেন, মোজা কেবল রোজ বদলানোই জরুরি নয়; বরং দিনে ও রাতে মোজা পরে থাকার প্রয়োজন হলে আপনাকে রোজ অন্তত দুবার মোজা বদলাতেই হবে। আরও খেয়াল রাখবেন, ভেজা পায়ে মোজা পরা যাবে না। মোজা ভিজে গেলে সেই মোজা পরে থাকাও উচিত নয়।

Mahfuzur Rahman

Publisher & Editor