বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

দুর্ঘটনায় নিহত প্রবাসীর জন্য মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ০১:০৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮

সম্প্রতি মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত জাভেদ চৌধুরী শাহীনের (৩১) মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায়, স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। 

দোয়া মাহফিল অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। 

এ সময় আরও উপস্থিত ছিলে- সংগঠনটির সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন,আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী প্রমুখ। 

এর আগে সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় প্রবাসী শাহীনের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান। একইসঙ্গে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদানসহ তার পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সকালে মালদ্বীপের হুলহুমালে-মালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের ট্রাফিক কর্নে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান জাভেদ চৌধুরী শাহীন। তখন হঠাৎ করে দ্রুতগামী অন্য একটি গাড়ি এসে পুনরায় ধাক্কা দিলে গুরুতর আঘাত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুতই শাহীনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত শাহীন ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বদুর গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে। মৃত্যুর ৪দিন পর কোম্পানি ও বসবাসরত প্রবাসীদের সহায়তায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে শাহীনের মরদেহ মালদ্বীপ থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে তখনই স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে পরিবেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor