‘বাসায় যাব টিচার আমায় এক্ষুনি দিন ছুটি
খুব জরুরি বাসায় যাওয়া, কারণ আছে দুটি।’
: একটু তুমি খুলেই বলো কারণগুলো শুনি
তেমন হলে পেয়ে যাবে ছুটিও এক্ষুনি।
‘ভেবে বলুন ইশকুলে কি আমায় টিচার মানায়
মা-টা আমার হাসপাতালে, আব্বু আছেন থানায়।’
: স্যরি বাবু, সোজা তুমি বাসাতে যাও চলে
ওরা কেন ওসব জায়গায় একটু যাবে বলে?’
‘ছুটি যখন হয়েই গেছে বলতে বাধা কী আর
আম্মু তো নার্স এবং বাবা পুলিশের অফিসার।
Publisher & Editor