শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ছুটি

প্রকাশিত: ০৫:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭

‘বাসায় যাব টিচার আমায় এক্ষুনি দিন ছুটি

খুব জরুরি বাসায় যাওয়া, কারণ আছে দুটি।’
 

: একটু তুমি খুলেই বলো কারণগুলো শুনি

তেমন হলে পেয়ে যাবে ছুটিও এক্ষুনি।
 

‘ভেবে বলুন ইশকুলে কি আমায় টিচার মানায়

মা-টা আমার হাসপাতালে, আব্বু আছেন থানায়।’

 
: স্যরি বাবু, সোজা তুমি বাসাতে যাও চলে

ওরা কেন ওসব জায়গায় একটু যাবে বলে?’
 

‘ছুটি যখন হয়েই গেছে বলতে বাধা কী আর

আম্মু তো নার্স এবং বাবা পুলিশের অফিসার।

Mahfuzur Rahman

Publisher & Editor