বলিউডের ‘আর্টিক্যাল ফিফটিন’খ্যাত পরিচালক অনুভব সিনহার ‘ক্যাশ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগন। সময়টা ছিল ২০০৭ সাল। এটিই ছিল তাদের শেষ সিনেমা। এরপর আর তাদের দুজনের একসঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি। আর সেই সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালকের সঙ্গে কোনো কথা হয় না অভিনেতার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুভব সিনহা জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি। অথচ কোনো ঝগড়া নেই, তবু অজয় আমার সঙ্গে কোনো কথা বলেন না।
তিনি বলেন, আমি যোগাযোগ করার জন্য তাকে দুই-তিনবার মেসেজ দিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি।
তিনি আরও বলেন, আমি নিজেকে বুঝিয়েছি যে, হয়তো তিনি আমার মেসেজ দেখেননি। অবশ্য অজয়কে তার প্রিয় মানুষদের মধ্যে একজন বলেই অভিহিত করেছেন অনুভব।
পরিচালক বলেন, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। কোনো বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়।
Publisher & Editor