এমন খবর চাউর হয়ে গেছে ফুলবনে,
সময়ের রহস্যে আমাদের আনন্দগুলোও হারিয়ে যায়।
সহজ প্রাণে নিঃশ্বাস ফেলতে ফেলতে রত্নমালা খুঁজছি আর সিক্ত চোখে
বুকে ধারণ করতেও ভুলে গেছি হারিয়ে যাওয়া ধনের স্মৃতি।
দেবীকে আর প্রিয়তমাকে এক করে দেখলে বিপত্তির শেষ নেই,
অনিশ্চিতের মধ্যে বাঁধা পড়ার ভয় তো থাকছেই
পুরনো পৃথিবীতে বারবার ফিরে যাই
নতুন পৃথিবীর সন্ধানে।
শব্দেরা যখন গোল হয়ে বসেছে
অনুভূতির এই বনভূমিতে
তখন বাতাসেও ভেসে আসবে ফুলের গন্ধ
প্রেমের নৈবেদ্যে বসন্তও হেসে লুটোপুটি খাবে।
Publisher & Editor