ফ্রান্সের প্যারিসে রাত জেগে ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল নামাজ আদায়ের মধ্যদিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌভাগ্যের রাত পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি, পাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি পার্থিব জীবনে আল্লাহর আনুকূল্য কামনা ও প্রবাসী বাংলাদেশিসহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
প্যারিসের ওভার ভিলা বাংলাদেশি জামে মসজিদে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ এশা লাইলাতুল বরাতের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও হাফিজ জাহাঙ্গীর হোসেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কারি মির্জা শফিকুল ইসলাম।
বয়ানকালে বক্তারা বলেন, শব অর্থ রাত্রি, আর বরাত অর্থ অদৃষ্ট বা ভাগ্য। সুতরাং শবে বরাত অর্থ ভাগ্য রজনি। শবে বরাত বা ভাগ্য রজনি দুনিয়ার সমস্ত মুসলমানের নিকট অতি পরিচিত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে বান্দার ভালো-মন্দ, রুজিরোজগার, হায়াত-মওত প্রভৃতি যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হয়। উল্লিখিত কারণেই মানুষের কাছে শবে বরাতের গুরুত্ব অপরিসীম।
দোয়ার আগে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ মসজিদের মুসল্লিদের উদ্দেশে বলেন, এ মসজিদ বর্তমানে মুসল্লিদের তুলনায় অনেক ছোট, তাই কমিউনিটির সবার পরামর্শে মসজিদের আয়তন বড় করার লক্ষ্যে মসজিদের পাশের ভবন ক্রয় করার জন্য ১০ লাখ ইউরোর একটি বায়না করা হয়েছে। ৪ লাখ ইউরো বর্তমানে মসজিদের অ্যাকাউন্টে জমা আছে। ভবন ক্রয় করার জন্য আরও ৬ লাখ ইউরো প্রয়োজন। তাই তিনি বাংলাদেশি কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা চাইলে মসজিদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ওভারভিলা জামে মসজিদে প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Publisher & Editor