একুশ তো টলটলে জলভরা চোখ
মার বুকজুড়ে ভারী নিদারুণ শোক।
পাতার পিঠে মাখা রোদের গুঁড়া
টকটকে লাল লাল কৃষ্ণচূড়া
ভাষা-ফুল বাঁচানোর সকলে এক মত
তরতাজা ঝরা খুন ভেজা রাজপথ।
একুশ তো বরকত জব্বার ভাই
রফিক সফিক তারা, তুলনা তো নাই।
রঙিন ফুলের নানা সুশোভিত ঘ্রাণ
মার বুলি ভালো লাগা ভালোবাসা প্রাণ।
ঘুচে যায় অনিয়ম শিকল-বেড়ি
খালি পায়ে স্মরণের প্রভাতফেরি।
একুশ তো সাহসের, মিছিলের দিন
আজীবন শিকড়ের ভালোবাসা-ঋণ
জোড়া তালি পাল তোলা মাঝি খেয়া ঘাট।
ডানপিটে কিশোরের দুরন্ত মাঠ।
গতি জল স্রোতোধারা ঢেউ নদী পার
ফুলে ফুলে সেজে ওঠা শহীদ মিনার!
Publisher & Editor