শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

অজয় বাবা হয়ে গেল, কাজলের মেয়েকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠেন টাবু

প্রকাশিত: ০০:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১

বলিউডের পর্দায় অজয় দেবগণ ও টাবুর রসায়ন বরাবরই দর্শকদের মন জয় করেছে। তবে শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব নজরকাড়া। ছোটবেলা থেকেই একে অপরের পরম সঙ্গী তারা। কিন্তু সেই অজয় যখন বাবা হলেন, তখন যেন টাবুর কাছে ঘটনাটি ছিল একেবারে অবিশ্বাস্য!  

অজয় দেবগণ ও কাজলের প্রথম সন্তান নাইসাকে প্রথমবার দেখার পর টাবুর প্রতিক্রিয়া ছিল একেবারে অন্যরকম। তিনি অবাক হয়ে বলেছিলেন, ‘অজয় বাবা হয়ে গেল!’ যেন সত্যিটা মানতে পারছিলেন না তিনি। 

টাবু আরও বলেছিলেন, নাইসাকে প্রথমবার ফানা-র শ্যুটিংয়ে দেখেছিলাম। তখন ও একদম ছোট্ট। ওকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল, ‘হে ভগবান, এ আমার বন্ধুর মেয়ে’।  

অজয় ও টাবুর বন্ধুত্ব নিয়ে বলিউডে বহু গুঞ্জন রয়েছে। অনেকে মনে করেন, অজয়ের প্রতি মনের টানেই নাকি টাবু কখনও বিয়ে করেননি। যদিও এ ব্যাপারে কোনওদিনই মুখ খোলেননি তারা। বরং তাদের বন্ধুত্বের সমীকরণ বরাবরই থেকে গেছে একইরকম।

নাইসার চেহারা, হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি— সব কিছুতেই রয়েছে অজয়ের ছাপ। টাবু মজার ছলে বলেছিলেন, “নাইসা একেবারে অজয়ের কার্বন কপি। ওকে দেখলে মনে হয়, এ যেন অজয়ের ছাপ!” 

এমনকি টাবুর মা-ও নাকি নাইসাকে দেখে বলেছিলেন, “সবই অজয়ের মতো! একদম কার্বন কপি।”  টাবু একবার মজার ছলে বলেছিলেন, অজয় নাকি তাকে এতোটাই আগলে রাখতেন যে কারও কাছে ঘেঁষতে দিতেন না! বন্ধুর প্রতি এমন যত্নশীল মনোভাবের কারণেই টাবু তাকে ‘সাইলেন্ট বুলি’ বলে ডেকেছিলেন।  

১৯৯৪ সালে ‘বিজয়পথ’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন অজয় ও টাবু। তারপর বহু হিট ছবিতে তাদের জুটি প্রশংসিত হয়েছে। ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’, ‘দে দে পেয়ার দে’, ‘দৃশ্যম ২’, ‘ভোলা’-র মতো ছবিতে তাঁদের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অজয়-টাবুর বন্ধুত্ব ও পর্দার রসায়ন আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়।

Mahfuzur Rahman

Publisher & Editor