ফিটনেস নিয়ে বরাবরই বেশ সচেতন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায়সময়ই জিমে ঘাম ঝড়াতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব স্থিরচিত্র কিংবা ভিডিও নিয়মিত শেয়ার করে থাকেন তিনি।
কখনো মেকআপহীন ছবি আবার কখনো আকর্ষণীয় ফিগারে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই নুসরাত ফারিয়ার। বুধবারও যেমন নিজ ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে আকর্ষণীয় ফিগারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজ মোবাইলেই সেলফি তুলেছেন ফারিয়া। এসময় তার পরণে ছিল কালো ব্রালেট ও ধুসর রঙের ট্রাউজার।
এর আগে কালো টপসেও উত্তাপ ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে। সেসব ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ ফারিয়ার সাহসী লুকের প্রশংসা করেছেন, কেউ আবার খোলামেলা পোশাকের সমালোচনায় মেতেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয়। শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে ৭০ লাখের বেশি ভক্ত। এ ছাড়া তার প্রোফাইলে আছে আরও ৫ লাখের বেশি অনুসারী। আর ইনস্টাগ্রামে আছে তার ৪০ লাখের বেশি অনুসারী।
ফারিয়ার অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নানা সময় তিনি দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন। তাই মডেলিংয়ের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই। তাই তো বিশ্বের তারকা মডেলদেরও নিয়মিত খোঁজ রাখেন এই তারকা।
নুসরাত ফারিয়া মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।
Publisher & Editor