যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শনিবার কথা বলেছেন। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এবং অবৈধ ফেন্টানাইল (মাদক) বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ট্রুডোর দপ্তর।
শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭-এর নেতাদের আগামীকাল সোমবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নের প্রধান এবং রোমানিয়া ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলার কথা রয়েছে। এর আগে নিজেদের মধ্যে আলাপ করলেন ট্রাম্প ও ট্রুডো।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও ট্রুডো উভয়েই তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান দেখার বিষয়ে একমত হয়েছেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, দুই নেতা আগামীকালের (সোমবার) ফোনালাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রুডোর সঙ্গে বাণিজ্য বিরোধে জড়িয়েছেন ট্রাম্প।
Publisher & Editor