রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

এমএলএসে সবচেয়ে দামি নন মেসিরা, শীর্ষে কারা

প্রকাশিত: ০০:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ |

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আলোচনায় এসেছেন মেসি।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ থেকে মেসিরা শুরু করেছে এমএলএসের লড়াইও।

গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টাস শিল্ড জিতেছিল মেসির মায়ামি, কিন্তু জেতা হয়নি এমএলএস কাপের শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রেখেই নতুন মৌসুম শুরু করেছে দলটি।

এর মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই লিগের সবচেয়ে দামি দলের নাম সামনে এসেছে ফোর্বস। তবে দামের এ তালিকায় শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে মেসির মায়ামি। সবচেয়ে দামি স্কোয়াড বিবেচনায় সবার ওপরে জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)। ফোর্বসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এলএএফসির মূল্য ১২৫ কোটি ডলার। ক্লাবটির দাম আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এই দাম লিগের ২৯ দলের মূল্যের গড়ের চেয়ে ৬৯ কোটি ডলার বেশি।

দামের তালিকায় এলএএফসির পরেই রয়েছে মায়ামি। আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেড়ে ক্লাবটির মূল্য এখন ১২০ কোটি ডলার। ফোর্বসের হিসাবে ২০২২ সালের পর মায়ামির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। এ ছাড়া অন্য ক্লাবগুলোর মধ্য তিনে আছে এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি। যাদের মূল্য ১০০ কোটি ডলার। পরের দুটি স্থান আটলান্টা (৯৭ কোটি ৫০ লাখ ডলার) ও নিউইয়র্ক সিটি এফসির (৮৭ কোটি ৫০ লাখ ডলার)।

এমএলএসে সবচেয়ে দামি ক্লাব
ক্লাব    দাম
এলএএফসি    ১২৫ কোটি ডলার
ইন্টার মায়ামি    ১২০ কোটি ডলার
এলএ গ্যালাক্সি    ১০০ কোটি ডলার
আটলান্টা    ৯৭ কোটি ৫০ লাখ ডলার
নিউইয়র্ক সিটি    ৯৭ কোটি ৫০ লাখ ডলার

Mahfuzur Rahman

Publisher & Editor