রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মেসি–ঝলকে বাঁচল প্রায় ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলা মায়ামি

প্রকাশিত: ০০:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে গেছে আগেই। রেফারির দেওয়া যোগ করা ১১ মিনিটের ৯ মিনিটও শেষ। নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ইন্টার মায়ামি। তবে কি হার দিয়েই মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি! এমন শঙ্কায় যখন মেসি ও মায়ামির ভক্তরা, আর্জেন্টাইন জাদুকর জাদুর বাক্স খুললেন আরেকবার। মেসির বাঁ পায়ের জাদুতে খুলে গেল গোলের দরজা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের পাস থেকে গোল করে সমতা ফেরালেন তালেকসকো সেগোভিয়া।

আর তাতেই ২৩ মিনিটেই ১০ জনের দল হয়ে যাওয়া ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করে শুরু করল মৌসুম। বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচটিতে মায়ামির প্রথম গোলটাও মেসিরই বানিয়ে দেওয়া। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করা ছাড়া কোনো উপায় ছিল না!

সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে। মায়ামি ১০ জনের দল হয়ে যাওয়ার ৩ মিনিট পরই সমতা ফেরায় নিউইয়র্ক। মিতিয়া ইলেনিচের গোলে ১-১ করা দলটি এগিয়ে যায় ৫৫ মিনিটে। এবারের গোলদাতা আলোনসো মার্তিনেজ।

নিউইয়র্ক সিটি অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচটা যখন প্রায় শেষ করে ফেলছিল, তখনই আবার মেসি-ঝলক। মাঝ মাঠের একটু ওপরে সেগোভিয়ার কাছ বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেই সেগোভিয়াকে। ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন।

আর তাতে মায়ামির কোচ হিসেবে এমএলএস অভিষেকে প্রথম ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেন হাভিয়ের মাচেরানো।

Mahfuzur Rahman

Publisher & Editor