বেশ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী বছরের ২৪ জুলাই মুক্তি পাবে স্পাইডার ম্যান ৪। সেভাবেই সব প্রস্তুতি নিচ্ছিল প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওজ। সেই শিডিউল এবার এলোমেলো হয়ে গেল। সিনেমার মুক্তি পিছিয়ে যাচ্ছে। ‘স্পাইডার ম্যান’ সিনেমা সিরিজের ক্ষেত্রে এর আগে এমন ঘটনা ঘটেনি। এই মুক্তি পেছানোর কারণ, ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা দ্য ওডিসি।
দ্য ওডিসি সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ফার্স্ট লুক নিয়ে অফিশিয়াল এক্সে পোস্টে সিনেমার মূল অভিনেতা ম্যাট ডেমন লিখেছেন, ‘২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে দ্য ওডিসি।’ মুক্তির এই শিডিউল দেখেই নড়েচড়ে বসে স্পাইডার ম্যান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওজ।
আবার দুটি সিনেমাতেই আছেন টম হল্যান্ড। আর দুটি সিনেমাই ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা। সিনেমা দুটিই প্রথম দিনের আয়, এমনকি সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া সম্ভাবনা দেখছে চলচ্চিত্র বিশ্লেষকেরা। সেখানে এক সপ্তাহের ব্যবধানে সিনেমা দুটি মুক্তি পেলে ব্যবসায়িকভাবে উভয়েই ক্ষতির মুখে পড়তে পারে।
বাধা আরও আছে। সিনেমা দুটি রিলিজ করার ক্ষেত্রে আইম্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের প্রযুক্তিতে চলা প্রেক্ষাগৃহগুলোর সুনাম বিশ্বজোড়া। এই প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিস্টোফার নোলানের দীর্ঘদিনের বন্ধুত্ব। তাদের কাছ থেকে শুটিংয়ের ক্যামেরাসহ নানা কিছু সংগ্রহ করে থাকেন। তারাও নোলানের সিনেমা মুক্তির পর সহায়তা করে। এদিকে স্পাইডার ম্যান ৪ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানও আইম্যাক্সে বড় পরিসরে সিনেমাটি মুক্তি দিতে চাইছে।
ভ্যারাইটি সূত্রে আরও জানা যায়, এর আগে ২০২৩ সালে ১২ জুলাই মিশন ইম্পসিবল ডেড রিনোকিং পার্ট ওয়ান মুক্তি পায়। ১০ দিন পর ২১ জুলাই মুক্তি পায় ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। দুটি সিনেমাই ওই সময় ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ে। যে কারণে এবার স্পাইডার ম্যান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঝুঁকি না নিয়ে ২৪ জুলাই থেকে পিছিয়ে ৩১ জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দর্শক স্পাইডার ম্যান ৪ পিছিয়ে যাওয়া নিয়ে কৌতুকও করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভয় পেয়েছে স্পাইডার ম্যান!’
Publisher & Editor