সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি এবং সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আগত কূটনৈতিকরা ও শিল্পীদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন ভাষার সাংস্কৃতিক উপস্থাপনরে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের মো. তৌহিদুল ইসলাম, এনডিসি। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আগত অতিথিদের এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পড়ে শোনানো হয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী। এসময়ে মহান শহীদ দিবস উপলক্ষ্যে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ ও ’২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মাতৃভাষা হিসেবে বাংলা আজ বিশ্বের বুকে স্বগৌরবে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিলীয়মান ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সংগ্রাম এখনো শেষ হয়নি। পৃথিবী থেকে প্রতি বছরই কোনো না কোনো ভাষা বিলুপ্ত হচ্ছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি।
পরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে দেশি-বিদেশি বেশ কয়েকটি ভাষাভাষী শিল্পীদের পরিবেশনায় মাতৃভাষার বন্দনা করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
Publisher & Editor