বুধবার, ১২ মার্চ ২০২৫

আমার নির্বাক নিরাকার প্রেমিক, তোমাকে

প্রকাশিত: ০১:৪৩, ০৯ মার্চ ২০২৫ | ১১

চলতি পথে হঠাৎ দেখা, কম্পিত ঠোঁট বুক

যায় না দেখা চোখ দুটি তার, যায় না দেখা মুখ

হেলান দিয়ে দাঁড়ায় এসে

আমার মনের অন্ত্যদেশে

বৈরী বাতাস ভাঙতে থাকে নিঝুম অলীক সুখ!


আমায় চেনো, না-ই বা চেনো, শঙ্কা—অভিযোগ!

তোমায়-আমায় আনল কাছে সেই সে গভীর বোধ

হিম কুয়াশা, অদ্রি-আকাশ

মাতাল চেতন, মগ্ন বাতাস

তোমায় চেয়ে হারায় হিয়া—ভাঙছে প্রতিরোধ!
 

আমার ব্যথা বুঝতে যদি, থাকতে দূরেই তুমি

আমার মনের স্তব্ধ অতল নিঃস্ব বিরান ভূমি

চায় না কাছে আসুক কেউ আর

দংশিত বুক, হার-মানা-হার

আমার সকল অশ্রু হারায় আকাশ-পাতাল চুমি...

Mahfuzur Rahman

Publisher & Editor