বুধবার, ১২ মার্চ ২০২৫

জুনিয়র ডেভিস কাপে জয়ে শুরু, বিলিজিন কিং কাপে দশম বাংলাদেশ

প্রকাশিত: ০২:১৮, ১১ মার্চ ২০২৫ |

মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ দল ২-১ গেমে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জয় লাভ করে।

প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে পরাজিত করে। দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশানিয়র অস্টিন কেনির নিকট পরাজিত হলে ১-১ ম্যাচে সমতা ফিরে আসে।

দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো: রাজিব জুটি ৬-২, ৬-২ গেমে প্যাসিফিক ওশানিয়র সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুই কে পরাজিত করে। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করল। প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ দল গ্রুপ-এফ এ গুয়ামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরঘিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশানিয়া, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, লেবানন ও লাওস হতে অনুর্ধ ১৬ বছরের বালক খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে।

বিলিজিন কিং কাপ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ ১৪ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে। গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে সিঙ্গাপুরের নিকট পরাজিত হয়, বাংলাদেশ দল ১-২ ম্যাচে লেবাননের সঙ্গে পরাজিত হয় এবং বাংলাদেশ দল ২-১ ম্যাচে ব্রুনাইকে পরাজিত করে বাংলাদেশ দল গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে স্থান নির্ধারনী প্লে-অফ ম্যাচে বাংলাদেশ দল ৩-০ ম্যাচে মঙ্গোলিয়াকে পরাজিত করে এবং বাংলাদেশ দল ১-২ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার নিকট পরাজিত হয়েছে। 

প্রতিযোগিতায় ফিলিপাইনস, গুয়াম, কুয়েত, শ্রীলংকা, তুর্কমেনিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম, মালয়েশিয়া, প্যাসিফিক ওশানিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই ও বাংলাদেশ হতে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার (ঝালকাঠি টেনিস ক্লাব), হুমায়রা হায়দার জারা (জাতীয় টেনিস কমপ্লেক্স), ইয়ানা কেরেইশী চৌধুরী (নওগাঁ টেনিস ক্লাব) অধিনায়ক রাজনিতা চৌধুরী।

Mahfuzur Rahman

Publisher & Editor