বুধবার, ১২ মার্চ ২০২৫

তামিম-আবরারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

প্রকাশিত: ০২:২৩, ১১ মার্চ ২০২৫ |

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য নতুন করে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটের ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  

নতুন এই সফর শুরু হবে ২৪ এপ্রিল। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। ‍দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। 

সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। 

Mahfuzur Rahman

Publisher & Editor