যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার একটি গাড়ি কিনবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর প্রতি সমর্থন জানাতেই গাড়ি কেনার এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রিপাবলিকান, রক্ষণশীল এবং সব আমেরিকানের উদ্দেশে বলছি, দেশকে সহায়তার জন্য ইলন মাস্ক এটাকে (টেসলা) ঝুঁকির মুখে ফেলছেন। (দেশের জন্য) তিনি অসাধারণ কাজ করছেন।’
‘বাম কট্টরপন্থী উন্মাদেরা’ অবৈধভাবে এবং চক্রান্তের মাধ্যমে টেসলাকে বর্জনের চেষ্টা করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ইলন মাস্কের প্রতি আস্থা ও সমর্থন দেখাতে আমি আগামীকাল (মঙ্গলবার) সকালে একেবারে নতুন মডেলের একটি টেসলা কিনব। তিনি সত্যিকারের একজন মহান আমেরিকান।’
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের নতুন একটি বিভাগ খুলে তার দায়িত্ব দেন মাস্ককে। এই বিভাগের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের খরচ কমানো এবং সরকারি কর্মীদের কাটছাঁটের লক্ষ্যে কাজ করছেন।
তবে খরচ কমাতে ডিওজিইর তৎপরতা দিন দিন বাধার মুখে পড়ছে। এই তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, চাপ আসছে আইনপ্রণেতাদের দিক থেকে। এমনকি এর বিরুদ্ধে মার্কিন আদালত আদেশও দিয়েছেন। এমন পরিস্থিতিতে মাস্কের প্রতিষ্ঠান টেসলার গাড়ি বর্জন করা হতে পারে আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীরা।
Publisher & Editor