বুধবার, ১২ মার্চ ২০২৫

টাইব্রেকারে হেরে বিদায় লিভারপুলের, দোন্নারুম্মার বীরত্বে শেষ আটে পিএসজি

লিভারপুল ০:১ পিএসজি (দুই লেগ মিলিয়ে ১:১ সমতা)। টাইব্রেকারে পিএসজি ৪–১ গোলে জয়ী।

প্রকাশিত: ০২:২৫, ১২ মার্চ ২০২৫ |

ম্যাচটা যখন টাইব্রেকারে গড়ায়, হয়তো একটু বেশিই আশাবাদী ছিল লিভারপুল। ইতিহাস পক্ষে আছে, গ্যালারিভরা দর্শক পাশে আর গোলপোস্টের নিচে আছেন একজন আলিসন বেকার। কিন্তু লিভারপুলের জন্য আজ কাজে লাগল না কোনো কিছুই। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে রাতটাকে পিএসজির বানালেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার দোন্নারুম্মার বীরত্বে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে ফাইনালে উঠেছে পিএসজি। সবার ওপরে থেকে লিগ পর্ব শেষ করা লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ অভিযানের সমাপ্তি শেষ ষোলোতেই।

৩৬ দলের লিগ পর্ব দিয়ে শুরু হওয়া এবারের চ্যাম্পিয়নস লিগে লিভারপুলই সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় জায়গা করেছিল। কিন্তু প্লে-অফ খেলে আসা পিএসজির কাছে দুই লেগেই হাঁসফাঁস করেছে আর্নে স্লটের দল।

গত সপ্তাহে প্রথম লেগে খুব বাজে খেলেও সৌভাগ্যক্রমে শেষ দিকের এক গোলের সুবাদে প্যারিস থেকে ১-০ ব্যবধানে ফিরেছিল লিভারপুল। সে দিন পুরো ম্যাচ ভালো খেলেও অতিমানব হয়ে ওঠা লিভারপুল গোলরক্ষক আলিসনের কারণে গোল পায়নি পিএসজি।

আজ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছে ফরাসি ক্লাবটি। ১২তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন উসমান দেম্বেলে।

দেম্বেলের গোলের সুবাদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ১-১। এরপর ম্যাচের বাকিটা সময় গোলের প্রবল চেষ্টা করে গেছে দুই দলই। কিন্তু গোল পায়নি কেউই। ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধ ঘণ্টার খেলাও সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ে। কারও শটই আটকাতে পারেননি লিভারপুল গোলকিপার আলিসন, যিনি দুই লেগের ২১০ মিনিটের খেলায় একাই সেভ করেছেন ১৬টি।

বিপরীতে দোন্নারুম্মা আটকে দেন দ্বিতীয় ও তৃতীয় ক্রমে যাওয়া দারউইন নুনিয়েজ ও কার্টিস জোনসের শট। পিএসজি চতুর্থ শটেও গোল পেয়ে গেলে লিভারপুলের আর শট নেওয়ার দরকার হয়নি। অ্যানফিল্ড গ্যালারিকে স্তব্ধ করে মাঠে উচ্ছ্বাসে ভেসে যায় পিএসজি।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সর্বশেষ ৬ ম্যাচের ৩টিতেই প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে উঠল পিএসজি। আগের দুবার ২০২০ সালে ডর্টমুন্ড ও ২০২৪ সালে বার্সেলোনার বিপক্ষে। আর লিভারপুল অ্যাওয়েতে প্রথম লেগ জিতেও ঘরের মাঠে দ্বিতীয় লেগ হেরে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বিদায় নিল এই প্রথম।

লিভারপুলের বিদায় আর পিএসজির জয়ের রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরও তিন দল। বায়ার্ন মিউনিখ ২-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-০) লেভারকুসেনকে, ইন্টার মিলান ২-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৪-১) ফেইনুর্ডকে এবং বার্সেলোনা ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৪-১) ব্যবধানে বেনফিকাকে হারিয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor