বুধবার, ১২ মার্চ ২০২৫

সেটে আহত হৃতিক, শুটিং বন্ধ

প্রকাশিত: ০২:৩৭, ১২ মার্চ ২০২৫ |

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার ২’-এর জন্য ভক্তরা অধীর অপেক্ষায় আছেন। সমালোচকেরা বলছেন, এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি হবে যশরাজ ফিল্মসের এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি। তবে হৃতিকভক্তদের জন্য মন খারাপ করা এক খবর, শুটিং সেটে মহড়া দেওয়ার সময় আঘাত পেয়েছেন হৃতিক। তাই ‘ওয়ার ২’ ছবির শুটিং এখন বন্ধ।

একাধিক সূত্রে জানা গেছে, ‘ওয়ার ২’ ছবির একটি গানের দৃশ্যের মহড়া দিচ্ছিলেন হৃতিক আর জুনিয়র এনটিআর। সে সময় পায়ে আঘাত পেয়েছেন হৃতিক। তাই শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। চিকিৎসক হৃতিককে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। আর তা না হলে এই চোট থেকে আরও বড় সমস্যায় পড়তে পারেন হৃতিক।

হৃতিক আর জুনিয়র এনটিআরকে জমিয়ে নাচতে দেখা যাবে এ সিনেমায়। গানটির মহড়ার সময় এই দুই তারকা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছিলেন বলে জানা গেছে। এই গানের মূল শুটিং হবে আরও কয়েক দিন পরে। তত দিনে হৃতিক সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছেন নির্মাতা।

‘ওয়ার’-এর এই সিকুয়েল ছবির সব মূল অভিনেতা নিজেদের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই এই গানের দৃশ্যের শুটিংয়ের জন্য তাঁরা ছবির প্রচারণা বা বিপণনসম্পর্কিত কোনো পরিকল্পনা বদল করবেন না। তাই ‘ওয়ার ২’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।

‘ওয়ার ২’ ছবিটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের ছবি। এই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ২০১৯ সালে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিতে হৃতিক রোশন ছিলেন। এর সিকুয়েলেও তাঁকে র এজেন্ট মেজর কবির ধালিওয়ালের ভূমিকায় দেখা যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor