প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘আমলনামা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফীর নতুন সিনেমাটি গত বুধবার মুক্তি পেয়েছে। অনেকে মনে করছেন, দেশের আলোচিত একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে।
এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে কবি কামরুজ্জামান কামু ও অভিনেত্রী তমা মির্জাকে। সিনেমাটিতে আরও আছেন জাহিদ হাসান, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন প্রমুখ।
‘ডাইনি’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৪ মার্চ
কুসংস্কারের অন্ধকার থেকে লড়াই করে বেঁচে ফেরা দুই বোন লতা ও পাতার গল্প নিয়ে নির্ঝর মিত্রর সিরিজ।
গত সপ্তাহে ট্রেলার মুক্তির পর থেকেই সিরিজটির নির্মাণ ও পটভূমি আলোচিত হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। আরও আছেন কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস।
‘আমেরিকান ম্যানহান্ট: ওসামা বিন লাদেন’
ধরন: তথ্যচিত্র সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকেই ওসামা বিন লাদেনকে ধরতে মরিয়া ছিল সিআইএ। কিন্তু তাঁকে ধরার অভিযান সহজ ছিল না। সেই অভিযানের সবিস্তার বর্ণনা নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। মুর লুশে ও ড্যানিয়েল সিভা পরিচালিত এ সিরিজে লাদেনকে ধরার অনেক ফুটেজ প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।
‘বি হ্যাপি’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৪ মার্চ
বড় নৃত্যশিল্পী হতে চায় মেয়ে, মঞ্চে যার পারফরম্যান্স দেখতে উপস্থিত হবে হাজারো দর্শক। কিন্তু বাবার পক্ষে মেয়ের এমন স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? বাবা ও মেয়ের এমন সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন রেমো ডি’সুজা। ছবিতে সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। আরও আছেন নোরা ফতেহি, নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার প্রমুখ।
‘ডোপ থিভ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ১৪ মার্চ
দীর্ঘদিনের দুই বন্ধু ঠিক করে, ডাকাতি করবে। ফিলাডেলফিয়ার প্রত্যন্ত অঞ্চলে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে ডাকাতি করতে যায়; কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হয় তারা। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ক্রাইম ড্রামা ঘরানার মিনি সিরিজটি। পিটার ক্রেইগ পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন ব্রায়ান হেনরি ও ওয়াগনার মওরে।
Publisher & Editor