ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এ বছরেও অসহায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মালয়েশিয়া প্রবাসী সাতক্ষীরার ধানদিয়া ইউনিয়নের ধাবক পাড়া গড়ডাংগা গ্রামের মালয়েশিয়া প্রবাসী দিপু।
গত রোববার (৯ মার্চ) মালয়েশিয়া পেনাং শহরের কমতা গামা মার্কেটের সামনে ১০০ প্রবাসীদের মাঝে রমজানের ইফতার ও ঈদের উপহার সামগ্রী, যেমন পাঞ্জাবি, টুপি, এক কেজি খেজুর, এক কেজি মুড়ি, এক কেজি ছোলা ইত্যাদি বিতরণ করা হয়।
এ সময় প্রবাসী দিপু বলেন, "আমি সব প্রবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন সবার আয়-রোজগারে বরকত দেন এবং প্রবাসীদের সবার পরিবার ও মা-বাবাকে আল্লাহ যেন সুস্থ রাখেন।"
তিনি বলেন, "অসহায় মানুষগুলো পেটপুরে খাওয়ার পর তৃপ্তির যে হাসিটা দেয়, এটা আমার কাছে কোটি টাকার সম্পদ। আমার এই পরিশ্রম তখনই সার্থক হয়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা চাল-ডাল পাওয়ার পরে তাদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না।"
তিনি আরও বলেন, "যতোদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।"
Publisher & Editor