দূর আকাশে মেঘ,
কখন জানি ঝড় এসে যায়
বাড়াচ্ছে উদ্বেগ!
দূরে কাশের বন,
ধোঁয়া ছেড়ে ট্রেন ছুটেছে
আহ্লাদী হয় মন।
ট্রেন ঝিক ঝিক দুর্গা-অপু
বের হয় ঘর থেকে,
চিরকালের এই ছবিটা
মন ভালো হয় দেখে।
Publisher & Editor