গৌতম কৈরির সিরিজ ‘আন্তঃনগর’ বদলে দিয়েছিল তাঁদের জীবনের গতিপথ। নিদ্রা নেহা, প্রান্তর দস্তিদার— দুজনেরই সেটি ছিল প্রথম কাজ। চরকির সিরিজটিতে পর্দায় জুটি হয়ে তাঁদের মধ্যে তৈরি হয় সত্যিকারের সম্পর্কের রসায়নও। ২০২৩ সালের জুনে ‘আন্তঃনগর’ প্রচারের কয়েক মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেন দুজন। এরপর বিজ্ঞাপনচিত্র করলেও নাটক বা সিরিজে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। প্রীতি দত্তের নাটক ‘অপেক্ষা’য় আবার পর্দায় দেখা যাবে তাঁদের। ২৬ মার্চ নাটকটি প্রচারিত হবে পূর্ণতা ই-টেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
‘একসঙ্গে কাজ করার অনেক প্রস্তাব ছিল, প্রথম দিনে সেভাবে ব্যাটে-বলে মেলেনি। তবে সম্প্রতি প্রান্তরের সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে, এর মধ্যে “অপেক্ষা”ই প্রথম আসছে।’—গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন নিদ্রা।
জানান, কাজী আসাদের অ্যানথোলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর পরে বেশ কয়েকটি কাজ চূড়ান্ত হয়েছিল; কিন্তু বাবার অসুস্থতার কারণে টানা কয়েক মাস দেশের বাইরে ছিলেন, ফলে কাজগুলো করা হয়নি। অপেক্ষা দিয়ে কয়েক মাস পর পর্দায় পাওয়া যাবে তাঁকে।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। ছেলেটা খুবই পরোপকারী। এক ঘটনায় সাহায্য করতে গিয়েই মেয়েটির সঙ্গে পরিচয়, এরপর ভালো লাগা তৈরি হয়; কিন্তু মেয়েটি এভাবে কারও সঙ্গে প্রেম হতে পারে, সে সেটি মেনে নিতে পারে না; কিন্তু এমন সময় বিশ্ববিদ্যালয়ে ঘটা একটি ঘটনা তাঁদের জীবন ওলটপালট করে দেয়।’
‘অপেক্ষা’ মুক্তির দুই দিন পরেই হইচইতে আসবে আশফাক নিপুনের ‘জিম্মি’। হইচইয়ের সিরিজটিতে জয়া আহসানের সঙ্গে আছেন প্রান্তরও। জানান, ওয়েবে আলোচিত নির্মাতার সিরিজটি নিয়ে তিনি রোমাঞ্চিত। এ ছাড়া জয়া আহসান, ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয়, অশোক ব্যাপারীর সঙ্গে কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে তাঁকে।
প্রান্তর ও নেহা জানান একে অন্যের কাজ নিয়ে সব সময়ই কথা বলেন তাঁরা। একসঙ্গে সিনেমা দেখা, আলোচনা চলতে থাকে। অনেক বিষয়ে যেমন তাঁরা একমত, অনেক বিষয়ে আবার মতের অমিলও হয়। দুজনেরই ঈদ উপলক্ষে বেশ কয়েকটি কাজ করা আছে, তবে এগুলোর মধ্যে কয়টি আসবে চূড়ান্ত হয়নি।
Publisher & Editor