শনিবার, ১৫ মার্চ ২০২৫

ইফতারে তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

প্রকাশিত: ০১:৪৬, ১৫ মার্চ ২০২৫ |

উপকরণ

টক দই ২ কাপ, ঠান্ডা পানি ২ কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া সামান্য, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ (ইচ্ছা), লেবুর ছোট টুকরা ৫-৬টি, পুদিনাপাতা ৪-৫টি।

প্রণালি

লেবুর টুকরা ও পুদিনাপাতা ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। বড় গ্লাসে টুকরা করা লেবু থেঁতো করে নিন। তারপর শরবতের মিশ্রণটি ঢেলে পুদিনাপাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor