মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

প্রশিক্ষক হলেন মিলা

প্রকাশিত: ০০:৪৩, ০৫ এপ্রিল ২০২৫ | ১০

গত দশকের জনপ্রিয় পপ সংগীতশিল্পী মিলা ইসলাম। মাঝে স্টেজ শোতে অনিয়মিত ছিলেন, তবে এখন বেশ সরব তিনি। দীর্ঘ বিরতি দিয়ে ফিরেছেন প্লেব্যাকেও। সম্প্রতি ‌‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান করেছেন তিনি। এছাড়া এ শিল্পী সংগীত বিষয়ক একটি কর্মশালায় প্রশিক্ষক হিসাবে অংশ নিয়েছেন।

২৩ থেকে ২৫ মার্চ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত ‘সংগীত পরিবেশক কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছি। দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন অভিজ্ঞতা আমার জন্য। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে শিল্পীদের দর্শকদের কাছে পৌছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। এরই মধ্যে এটি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে সমাপনী দিন অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে আমার।’

এদিকে, ৭ বছর পর সম্প্রতি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এলো, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে প্লেব্যাক করেছি।’

গেল বছরের কোরবানির ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল মিলার ‘টোনা টুনি’ শিরোনামের গান। এরপর আরও কিছু গান করেছেন। এখন থেকে তাকে গানে নিয়মিত পাওয়া যাবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। 

Mahfuzur Rahman

Publisher & Editor