মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

‘বাসায় সিনেমা দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো’, শাকিব-বুবলীপুত্র শেহজাদের আবদার

প্রকাশিত: ০৩:০৪, ০৬ এপ্রিল ২০২৫ |

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জংলি’। ঈদে একইসঙ্গে বাবা ও মায়ের সিনেমা মুক্তি পেয়েছে। তাই শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের আবদারটা যেন অন্যরকম। এই তারকাপুত্র সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তার মা শবনম বুবলীকে বলেছেন। এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শনিবার (৫ এপ্রিল) শবনম বুবলী সোফায় বসা শেহজাদ খান বীরের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তার বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা-মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো...।’

বুবলীর এমন পোস্টের নিচে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। ইসমাইল নামের একজন লিখেছেন, ‘শেহজাদ স্যার তো পুরা ভিআইপি লেভেলের! থিয়েটারে যাবে না, থিয়েটারকেই বাসায় আনবে! নেটফ্লিক্স তো পুরান কথা, এখন থিয়েটার হোম ডেলিভারি! স্যার বললে, হতেই হয়!’

মিরাজ নামের একজন লিখেছেন, ‘দারুণ বলেছে। এত কষ্ট করে থিয়েটারে যেয়ে দেখার সময় নাই, বাড়িতে নিয়ে আসো দেখে নেব।’ আয়েশা রোজী নামের একজন মন্তব্য করেছেন, ‘উনিও (বুবলী) বাসায় আসে, সেটা প্রমাণ করার জন্য ছবি।’

‘বরবাদ’ ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান আর ‘জংলি’র পরিচালক এম রাহিম। ‘বরবাদ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, অন্যদিকে ‘জংলি’তে বুবলীর নায়ক সিয়াম আহমেদ।

চলচ্চিত্র অঙ্গনে অনেকে মনে করেন, দুই নায়িকা- অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক সাপে-নেউলে। দুজনের এই দ্বন্দ্ব মূলত, শাকিব খানকে কেন্দ্র করে। কয়েক বছর ধরে এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারও সঙ্গে তার সম্পর্ক নেই। তবে সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে মাঝেমধ্যে দেখা-সাক্ষাৎ হয় বাবা শাকিব খানের। তারপরও অপু-বুবলীর কেউ একজন ইঙ্গিত করে ফেসবুকে কিছু প্রকাশ করলে অন্যজনও তার জবাব দেন। বিভিন্ন সময় ফেসবুকে দুজনের পরোক্ষ বাহাস বেশ উপভোগ করেন নেটিজেনরা।

Mahfuzur Rahman

Publisher & Editor