দক্ষিণে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী সংযুক্তা মেনন। এবার বলিউডে নিজের ভাগ্য পরীক্ষায় নামছেন, ‘মহারাগনি: কুইন অব কুইনস’ দিয়ে হিন্দি সিনেমার দুনিয়ায় যাত্রা করছেন সংযুক্তা। এক সাক্ষাৎকারে জীবন আর নারীকেন্দ্রিক ছবির বিষয়ে কিছু কথা বলেছেন তিনি।
২০১৬ সালে মালয়ালম সিনেমা ‘পপকর্ন’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। দক্ষিণের সব ভাষার সিনেমায় তিনি বিচরণ করেছেন বিগত বছরগুলোতে। নিয়মিতই কাজ করছেন। তুলনামূলক বলিউড তারকাদের চেয়েও বেশি কাজ তাঁর। তবে তাঁর মতে, ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর বাইরে এক জীবন আছে। ‘আমি মনে করি পেশার বাইরে আমি যা কিছু করি, তার মধ্যে কিছু যেন আমাকে আরও উন্নত ব্যক্তি হওয়ার জন্য অনুপ্রাণিত করে। জীবনকে আরও অর্থবহুল করে তুলতে আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাই না। আর জীবনের কিছু শতাংশ সমাজের কাজের প্রতি উৎসর্গ করা উচিত বলে আমি মনে করি,’ বললেন সংযুক্তা।
নারী চরিত্রকে ঘিরে ইন্ডাস্ট্রির চিন্তাভাবনায় আগে একবার বদল এসেছিল বলে মনে করেন সংযুক্তা।
তাঁর ভাষ্যে, ‘একটা সময় ছিল, যখন নারী চরিত্র খুব সুন্দরভাবে গল্পের মধ্যে মিশে থাকত। মেয়েদের জন্য খুব গভীর আর বৈচিত্র্যময় চরিত্র লেখা হয়েছিল। তাই শ্রীদেবী গারু, সাবিত্রী গারু, বিজয় শান্তি গারুকে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় চরিত্রে দেখা গেছে। আজ ২০ বছর পরও আমরা ওনাদের নিয়ে কথা বলি। এখন আবার নতুন করে নারীদের জন্য উল্লেখযোগ্য চরিত্র লেখা হচ্ছে। আর সারা বিশ্বের কাছে এসব চরিত্রের আবেদন আছে। এমন এক সময়ে আমি সিনেমার জগতে আছি বলে নিজেকে ভাগ্যবতী মনে করি। এই সময়ে সিনেমার জগতে অনেক পরিবর্তন হচ্ছে।’
এই দক্ষিণি নায়িকা আরও বলেছেন, ‘নির্মাতারা এখন নারীকেন্দ্রিক ছবি প্রযোজনার জন্য এগিয়ে আসছেন। নারীকেন্দ্রিক ছবিতে চরিত্রের পাশাপাশি বাজেটও ভালো রাখা হচ্ছে। আমরা যে পথ এখন দেখতে পাচ্ছি, তা বাঁধানো ছিল, এমনটা কখনো নয়। কিছু অভিনেত্রী নিজের শ্রম, মেধা দিয়ে আজকের এই অবস্থান তৈরি করেছেন। তাঁদের কারণেই আজ আমরা এই বদল দেখতে পাচ্ছি।’
‘মহারাগনি: কুইন অব কুইনস’ ছবির মূল চরিত্রে সংযুক্তা ছাড়া আছেন কাজল, প্রভু দেবা, নাসিরুদ্দিন শাহ, যীশু সেনগুপ্ত। এ ছবিতে সংযুক্তা অভিনীত চরিত্রের নাম ‘মোহিনী’। ছবিতে তাঁকে বলিউড তারকা কাজলের মেয়ের চরিত্রে দেখা যাবে। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি মা-মেয়ের গল্প নিয়ে।
Publisher & Editor