শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শুরু পিএসএল, লিটন-রিশাদ-নাহিদদের ম্যাচ কবে–কখন

প্রকাশিত: ০২:৩২, ১১ এপ্রিল ২০২৫ | ৩২

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসর শুরু হচ্ছে আজ। ছয় দলের এই টি–টোয়েন্টি টুর্নামেন্টে এবার খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন খেলবেন করাচি কিংসে, লেগ স্পিন অলরাউন্ডার রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স আর আলোচিত ফাস্ট বোলার নাহিদকে কিনেছে পেশোয়ার জালমি।

লিটন ও রিশাদকে পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এই দুজন কদিন আগে পাকিস্তানে পৌঁছে নিজ নিজ দলে যোগও দিয়েছেন।

নাহিদ রানার পেশোয়ার জালমির সূচি
তারিখ    প্রতিপক্ষ    ভেন্যু    খেলা শুরু
১২ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    রাওয়ালপিন্ডি    বিকেল ৪-৩০ মি.
১৪ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১৯ এপ্রিল    মুলতান সুলতানস    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
২১ এপ্রিল    করাচি কিংস    করাচি    রাত ৯টা
২৪ এপ্রিল    লাহোর কালান্দার্স    লাহোর    রাত ৯টা
২৭ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
২ মে    ইসলামাবাদ ইউনাইটেড    লাহোর    রাত ৯টা
৫ মে    মুলতান সুলতানস    মুলতান    রাত ৯টা
৮ মে    করাচি কিংস    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
৯ মে    লাহোর কালান্দার্স    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
তবে নাহিদকে শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ২০ এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে পাকিস্তানে যাবেন ২২ বছর বয়সী পেসার।

এ কারণে নাহিদকে প্রথম পাঁচ ম্যাচে পাবে না পেশোয়ার জালমি। সব ঠিক থাকলে ২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ দিয়ে নাহিদকে প্রথমবারের মতো পিএসএলে দেখা যেতে পারে।

রাওয়ালপিন্ডিতে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও রিশাদের দল লাহোর কালান্দার্স। রিশাদদের মাঠ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী ১৮ মে।

লিটন দাসের করাচি কিংসের সূচি
তারিখ    প্রতিপক্ষ    ভেন্যু    খেলা শুরু
১২ এপ্রিল    মুলতান সুলতানস    করাচি    রাত ৯টা
১৫ এপ্রিল    লাহোর কালান্দার্স    করাচি    রাত ৯টা
১৮ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    করাচি    রাত ৯টা
২০ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    করাচি    রাত ৯টা
২১ এপ্রিল    পেশোয়ার জালমি    করাচি    রাত ৯টা
২৫ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
১ মে    মুলতান সুলতানস    মুলতান    বিকেল ৪–৩০ মি.
৪ মে    লাহোর কালান্দার্স    লাহোর    রাত ৯টা
৮ মে    পেশোয়ার জালমি    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১০ মে    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
বাংলাদেশের তিন ক্রিকেটার যেহেতু ভিন্ন দলে খেলছেন, তাই প্লে–অফ পর্বের আগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নিজেদের মধ্যে দুবার করে খেলবেন।

লিটন–রিশাদ প্রথমবার প্রতিপক্ষ হিসেবে খেলবেন ১৫ এপ্রিল করাচিতে, ফিরতি ম্যাচ লাহোরে ৪ মে।

পেশোয়ার জালমির হয়ে নাহিদ যেহেতু প্রথম পাঁচ খেলতে পারবেন না, তাই জাতীয় দলের সতীর্থ লিটন ও রিশাদের বিপক্ষে একবারই খেলার সুযোগ পাবেন। রাওয়ালপিন্ডিতে ৮ মে লিটনের করাচি কিংসের মুখোমুখি হবে নাহিদের পেশোয়ার জালমি, একই ভেন্যুতে পরদিন নাহিদরা খেলবেন রিশাদের লাহোর কালান্দার্সের বিপক্ষে।

রিশাদ হোসনের লাহোর কালান্দার্সের সূচি
তারিখ    প্রতিপক্ষ    ভেন্যু    খেলা শুরু
১১ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯–৩০ মি.
১৩ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১৫ এপ্রিল    করাচি কিংস    করাচি    রাত ৯টা
২২ এপ্রিল    মুলতান সুলতানস    মুলতান    রাত ৯টা
২৪ এপ্রিল    পেশোয়ার জালমি    লাহোর    রাত ৯টা
২৬ এপ্রিল    মুলতান সুলতানস    লাহোর    রাত ৯টা
৩০ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    লাহোর    রাত ৯টা
১ মে    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
৪ মে    করাচি কিংস    লাহোর    রাত ৯টা
৯ মে    পেশোয়ার জালমি    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। টি স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে। এ ছাড়া পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও পিএসএল উপভোগ করতে পারবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor