শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আবছা

প্রকাশিত: ০২:১৬, ১৬ এপ্রিল ২০২৫ | ১৫

একদা জলিষ্ণু জামালপুরের দেহকোষে

বন্ধক রেখেছিলাম যৌবনের প্রথম কণা

বৈশাখে ফোটা বেগুনি জারুল,

বাসভরা বর্ষা আর নদীতীরে অসংখ্য বকুল।

এখন যে হায় এ ঘন শীত-সন্ধ্যায়

বহুদূর লন্ডিনিয়ামে থেকে

বাংলার কোনো কিছুই যে আর

দেখা যায় না।

তবু প্রশ্ন জাগে মনে

সে তুখোড় তরুণ কেন দাঁড়াল না!

Mahfuzur Rahman

Publisher & Editor