ওরা নিজেদের ঘরানার কালচার্ড, পান্তা খায় কাঁটাচামচে।
প্রয়োজন বুঝে প্রেম বদলায়। শূন্যতা ঢাকে মোড়কে।
তর্কে, নীতিবাগীশে ফেরে পাশ উষ্ণ, ঠাণ্ডা বালিশে।
সর্ষে ইলিশের রেসিপি তিনজন দ্যাখে গুগলে।
‘অনিয়নটা লাগবে’, ‘সল্ট কিন্তু অল্প’,
‘হোয়াইট মাস্টার্ড হাফকাপ’, ‘গ্রিন চিলি দেবে পাঁচটা’।
সুগন্ধি গাম মোছে গ্রীবার ঢালুতে।
রবীন্দ্র-পদ্যে শাড়ির আঁচলে ওড়ে বৈশাখ।
‘টেগোর ওয়াজ আ জিনিয়াস’,
‘অ্যান্ড কালচার জাতির মিরর অলওয়েজ’,
যেন নতুন তথ্য জানলাম!
সেলফিচিত্রিত ঠোঁটের ভুবনে মেঘের কার্নিশে রৌদ্র।
পড়া পানি খায় গোপনে। বাংলা শব্দ বলে চিবিয়ে।
নতুন রৌদ্রে মেকআপ গলে যায় ভীত কষ্টে।
পরিযায়ী পাখিদের গল্প নববর্ষে বলে আমাদের।
বন্যা যখন ঢোকে সিঁড়িতে, ব্যাঙ্ককে চলে যায় পরিবার।
কলোনিয়াল হ্যাংওভারে চিল্ড বিয়ারে দূর করে হাঁসফাঁস।
Publisher & Editor