উইকেট কেমন হবে? সব ম্যাচের আগেই প্রশ্নটা অনেকটা ‘কমন’। সিলেট টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসা ফিল সিমন্সের কাছেও প্রশ্নটা করা হলো, ‘কেমন উইকেট চান?’ উত্তরে তিনি বললেন, ‘আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ও রকম খেলতে চাই।’
কালও সিলেটে উইকেট নিয়ে তোড়জোড় দেখা গেছে। উইকেট প্রস্তুত করতে ঢাকা থেকে গেছেন গামিনি ডি সিলভা। টেস্টে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে দেখা যায় দলগুলোকে। বাংলাদেশও কি ওই পথে হাঁটবে, স্পিন–সহায়ক উইকেট হবে নাকি পেসবান্ধব? বাংলাদেশের প্রধান কোচ সিমন্সের উত্তরে ছিল ভবিষ্যতে চোখ রাখার বার্তা।
সিমন্স বলেছেন, ‘আমাদের পরিকল্পনা আছে, প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এ জন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা উইকেট দেখেছি আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে; আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চ্যাম্পিয়নস ট্রফির পর সাদা বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এখন তিনি খেলেন শুধু টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এ সংস্করণে তাঁর আছে সুখস্মৃতি, শেষ তিন টেস্টের দুটিতেই ডাবল সেঞ্চুরি করেছেন। রঙিন পোশাককে বিদায় বলার পর প্রথম সিরিজে মুশফিকের ওপর কতটা নির্ভর করবে বাংলাদেশ?
সিমন্সের উত্তর, ‘সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। মাহমুদউল্লাহ ও তার কাছে বাংলাদেশ ক্রিকেটের অনেক ঋণ, বিশেষত গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে তারা যা দিয়েছে। আপনার প্রশ্নের উত্তরে বলতে হয়, সে সর্বোচ্চ পেশাদার। আমি জানি, সে এখন রান করতে চায়। সে ভালো করতে চায়, কঠোর পরিশ্রম করছে রান করাটা নিশ্চিত করতে। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর অসাধারণ রেকর্ড আছে। কিন্তু এখন শূন্য থেকে শুরু করতে হবে।’
Publisher & Editor